ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মো. শহিদুল ইসলাম। তিনি জেলার মধুখালী থানায় কর্মরত।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওসি শহিদুল ইসলাম নিজে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অবদান হিসেবে এ শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “এ অর্জন শুধু আমার একার নয়। এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে এগোনোর পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।”